Tuesday, January 11, 2022

 

টংকা
হাকিকুর রহমান 
 
“চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে”
ইহাই হইল টংকা-
ইহাই হইল পৃথিবীর যত ষড়যন্ত্রের মূল
ইহাকে লইয়াই যত শংকা
দিবা-রাত্রি চলিতেছে কত ঝগড়া- ফ্যাসাদ
শুধুই ইহার তরে-
গত্যন্তর দেখিনা ইহার অনুপস্থিতিতে,
থাকি সারাক্ষণ ডরে।
ইহা থাকিলেও বিপদ, না থাকিলেও বিপদ
বিপদ ত্রিশংকুল-
বাড়ায় বিভেদ- বৈষম্য,
ইহাই যতো অনর্থের মূল।
এমন কোনো কর্ম নাই,
যাহা ইহা ছাড়া করা যায় সম্পাদন-
ইহার ফলেই উত্থান, ইহার ফলেই পতন
বাকি সব বৃথা আস্ফালন।
অনাদিকাল ধরিয়া চলিয়াছে সমাজে
ইহার তরে যতো হানাহানি-
ষষ্ঠ ইন্দ্রিয় রহে ব্যস্ত সারাক্ষণ ইহার আধিক্ষে
আর চলে নিরন্তর টানাটানি।

No comments:

Post a Comment