কাঠপুতুলের জীবন
হাকিকুর রহমান
এই যে আমরা, যারা
নিত্তি খেটে খাই
আর কম্মের ফাঁকে,
একটুখানি ফুরসুত পেলে
যাবর কেটে সময় কাটাই-
তা, আমাদের প্রাণ ভোমরা গুলো কি
কারো কাছে লগ্নি দেয়া আছে?
যাতে করে ফুড়ুৎ করে
উড়ে না যাই পাছে-
কিম্বা, কেউ হয়তো চিকন সুতোয় বেঁধে
ঝুলিয়ে দিয়েছে সেই কবে,
আর আমরা দুলেই চলেছি
দুলেই চলেছি
চমৎকৃত এই ভবে-
চোখের ওপর দিয়েই ঘটে যায়
কতই ঘটন-অঘটন,
পায়ে-পা ঠেকলেও কিছু কওয়ার
মুরোদ নেই বিলক্ষণ-
কাঠপুতুলের মতই তো
হাত-পা চারখানি নাড়াই,
দুনিয়াটা কি থেমে থাকে
কারো তরে?
ওটা ছুটেই চলে,
আমাদের মতামত ছাড়াই-
ভাঙ্গা রাস্তাটা আরও পেটাক
পেটাতে পেটাতে আরো যাক ভেঙ্গে,
জানি আমাদের থালাতে জুটবেই
কিছু শাঁকপাতা
না হয়, নেবোই কিছু
এখানে ওখানে মেঙ্গে।
No comments:
Post a Comment