Tuesday, January 11, 2022

 

ব্রহ্মান্ড
হাকিকুর রহমান 
 
ভৃগু, মরিচি, অত্রি, পুলহ,
পুলস্ত্য, ক্রতু, বশিষ্ঠ-
এই সাতটি নক্ষত্ররা হলো সপ্তঋষি,
মহাজাগতিক বিস্ময় এরা,
এদের গতিবিধিতে পরিলক্ষিত হয়
এই ছায়াপথের ভূত, ভবিষ্যৎ ও বর্তমান- অহর্নিশি।
সপ্তর্ষিমণ্ডল সারা বছর ঘুরে ধ্রবতারার চারিদিকে,
ক্রতু আর পুলহ পড়ে এক সরলরেখায়-
আর সিংহ রাশিতে নির্দেশ করে বিপরীত রেখাটিকে।
আকাশ, বায়ু, অগ্নি, জল, ভূমি,
অহংকার ও মহৎতত্ব-
এই সপ্ত মহাআবরণ দিয়ে
এক একটি ব্রহ্মাণ্ড গঠিত,
স্রষ্টার সৃষ্টিতে আছে অনন্তকোটি ব্রহ্মাণ্ড
ও গ্রহ-নক্ষত্রের সমাবেশ,
এভাবেই প্রাচীন কিতাবে পঠিত।

No comments:

Post a Comment