Tuesday, January 11, 2022

 

কালের স্রোত
হাকিকুর রহমান 
 
টাকা-কড়ি, কিছুই আনতে পারিনিকো
আনতে পারিনিকো, কোনও দুর্লভ রতন-
সাথে করে শুধুই এনেছি
একখানা অভাগা ভিখিরী মন।
আশা করেছিলাম সীমাহীন,
হয়তোবা দু’হাত বাড়িয়ে
চাঁদটাকে ছুঁয়ে দেবো,
যেমন ছোঁয় অন্য কোনও উদাসী-
দ্বিধা বিজড়িত কন্ঠে
গাইতে চেয়েছিলাম, কোনও এক
অচেনা সুরের গান,
যদিও কালের স্রোতে, তা
হয়ে গ্যাছে অতিশয় বাসি।
ভালোবাসা! তাকি ঐ
পুরোনো ঝাউগাছের
ঝরে যাওয়া পাতা?
বিস্তৃত মননের সীমারেখায়
কি কথা এখনও ঘুরে ফিরে,
যেনো অনেক আঁধারির মাঝেও
ছড়ায় সে কোন আলোর বারতা।
ওদিকে লক্ষ্য করি, ঠিক মাঝরাতে
আঙনখানা ঠিকই রয়ে গেলো
অতি শূন্য-
তবে, শুধুই দু’মুঠো স্মৃতিই
সাথে করে এনেছি,
তা, হৃদয়খানা
যতটাই হোক না দৈন্য।

No comments:

Post a Comment