Tuesday, January 11, 2022

 

ভাঙ্গনের তীরে বাঁধা বাসা
হাকিকুর রহমান 
 
চাঁদটা কি ঠিক চাঁদের মতন
আলো দেয়?
নাকি লুকোচুরি খেলে
মননের আঙিনায়।
সেই আলোতে, বুড়ো অশ্বত্থটা
জেগে রয় রাত্রি জুড়ে,
তার সাথে, দু'জোড়া
চক্ষু জাগে
স্বপন রাত্রির চূড়ে।
কার কাজল কালো চোখে
কোনও এক অজানা পথিক
রেখেছিল কিনা
তার অশ্রুসজল চোখ,
কোনও এক অপরিচিতা কুমারীর
বুকে, সে কি রেখেছিলো
তার কায়া,
বাড়িয়ে দিয়েছিলো কি
প্রণয়ের ঝোঁক।
তবে, আঁখি জোড়া
যদিওবা মিলিত হয়েছিলো
কোনও এক নিশুতি রাতে,
আর, ভাঙ্গনের তীরে
বাঁধা বাসাখানি
কেনো জানি গিয়েছিলো ভেঙ্গে
কোনও এক অজানা প্রাতে।

No comments:

Post a Comment