Thursday, December 2, 2021

 

সপ্তক সম্ভার - ২
হাকিকুর রহমান 
 
পরোক্ষ বিদ্যা
দাম্ভিক যৌবন
ক্ষণজন্মা প্রাচুর্য
আবৃত প্রদীপ
স্বপ্নের প্রহরী
ভেসে যায়, যায় ভেসে
চিন্তার স্রোতে ...
(thoughtless thoughts)
 
বিধবার শাড়ি
রূপোর নূপুর
জুঁই ফুলের থোকা
সিঁথির সিঁদুর
অবগুন্ঠিত আলাপন
রদ্দি হয়েই কি, রয়ে যাবে
কোনওমতে ...
(undefined desires)
 
বাহুল্য ব্যথা
ধুলোভরা পথ
চিন্তার খোরাক
হাভাতের সুখস্বপ্ন
বেওয়ারিশ লাশ
কেই বা জানে, কি আছে লেখা
কার কপালেতে ...
(undestined destination)
 
শপথের বাণী
হারাবার গ্লানি
অযাচিত কথা
দমিত প্রকাশ
প্রণয়ের শিখা
জেগে রয়, রয় জেগে
প্রতি রাতে ...
(infinite waiting)
 
(আজকের লেখাটা আমার গুরু
Emily Dickinson-কে উৎসর্গ করলাম।)

No comments:

Post a Comment