সুমতি হোক
হাকিকুর রহমান
হৃদপিণ্ডটা, সেতো
এক ঢিবি মাটি দিয়েই তৈরি-
আর এক ফুৎকারে
সেটাতে প্রাণ দেয়া হয়েছে।
সারা শরীরের হাড়গুলো
গুনে গুনে, অতিশয় যতনে
জুড়ে দিয়ে
দেয়া হয়েছে তাতে গতি-
আর এই হাড়-মাংসের
শরীরখানা নিয়ে
এত জনমেও
হয়নিকো কারো কোনও সুমতি।
গোটা পৃথিবীটা
হলো ছারখার
এই মনুষ্যরূপী দুর্বৃত্ত সমূহের
নানাবিধ আঘাতে-
তা, যতই জ্ঞান প্রদান
করা হউক না কেনো,
প্রকারান্তরে
সেগুলো বর্ধিত হয়-
আর কারই বা কিছু
যায় বা আসে তাতে।
No comments:
Post a Comment