Thursday, May 12, 2022

 

অন্ধগলি
হাকিকুর রহমান
অন্ধকার গলিটার ওই মাথায়
কি আলোকোজ্জ্বল কোনও
আর একটা গলি লুকিয়ে আছে?
ডাইনে তাকালে
যায়না দেখা কোথাও কোনো আলো,
বামে যদি খেয়াল করি
একটা জানালাও খোলা নেই,
পিছনে তাকাবার সাহসটা
হারিয়ে ফেলেছি সেই সে কবে!
তাইতো অনন্তকাল ধরে
ওই সেই আলোকোজ্জ্বল
পথের আশাতেই থাকা।
মাঝরাতের চিন্তার পাঠশালায়
ঠিক অনেক জানালা খোলা,
সেইখানে অযতনে রয়েছে পড়ে
একখানা ধূসর খাতা,
যার পাতায় পাতায়
কিছুই কি লেখার ছিলো না
কারও, কোনো কালে?
সময়ের অবিচ্ছেদ্য চিকণ
বিনুনিতে কে দিলো
অন্য আর এক
অদৃশ্য হাতের ছোঁয়া!
আর তাই ওই সেই
অন্ধগলিতেই চলে আনাগোনা।

No comments:

Post a Comment