দুঃখ নিবিড় সন্ধ্যা
হাকিকুর রহমান
রইলো হেথায় কাছে
ইচ্ছেগুলো সঙ্গী হয়ে,
এফোঁড় করে-ওফোঁড় করে
ডাক দিয়ে যায় পাছে।
দুঃখ নিবিড় সন্ধ্যাগুলো
রাতের কাছে যেই বিকোলো
চোখটা মুদে রই-
প্রদীপটারে নিভিয়ে দিয়ে
ভাবনাগুলো সঙ্গে নিয়ে
গোপন কথা কই।
একলা পথে চলছে পথিক
পা বাড়ানো হয়নি সঠিক
তবু হেঁটে যায়-
চোখের জলে ভিজলো যে ক্ষণ
উদাস হাওয়ায় ভাসলো যে মন
পলক ফিরে চায়।
মুঠো ভরা জ্যোৎস্না মেখে
মনটা যে ফের উঠলো ডেকে
সাড়া দেবে কাকে?
চোখের পাতায় স্বপ্ন আঁকি
মনের কথা লুকিয়ে রাখি
কইব যে কার ডাকে!
একটু আশার মাঝে
বেঁচে থাকার ইচ্ছে নিয়ে
সুর ছাড়া গান যাই যে গেয়ে
প্রতি সকাল সাঁঝে।
No comments:
Post a Comment