Thursday, May 12, 2022

 

প্রতিশ্রুতিহীন আত্মবিশ্বাস
হাকিকুর রহমান
সোনালী রোদ্দুরের তুলি দিয়ে আঁকা
কার অবয়বের ছবি-
কার সিঁথিতে কে দিলো গোধূলি
রাঙানো সিঁদুর
আর তাই নীরব রইলো কবি।
হঠাৎ খুলে দিয়ে স্মৃতির জানালাটা
কে যেনো অপলকে চায়-
শরতের মেঘে ভেসে গিয়ে কার আশা
এই অবেলায়
কিইবা ফের খুঁজে পায়।
স্বপন রাতিতে কোন দু’টি প্রাণ
বিলীন হয়েছে যে কবে-
জোছনার আলোতে ভিজে
দখিনা হাওয়া
কার চুলে বিনুনি দিয়েছিলো যবে।
নীলচে মেঘের ভার বইতে গিয়ে
আকাশটা কখন গেলো যে কেঁদে-
কোন অভাগী কবে যে গৃহছাড়া হলো
কেউ তা জানে না
তবুও অগোচরে, কেউ যেনো
নানান ফন্দি গিয়েছে ফেঁদে।
তাই তো অসময়ে আসা বরষার
অপেক্ষায় থাকা-
প্রতিশ্রুতিহীন আত্মবিশ্বাস নিয়ে
অন্তহীন প্রহর গুনে
সেই চিরচেনা নামখানি ধরে ডাকা।

No comments:

Post a Comment