আর কিছুই নেই মনে
হাকিকুর রহমান
কার যে শাড়ির আঁচল ওড়ে
দখিনা হাওয়ায়,
শিউলিতলা ভরে
ঝরে যাওয়া ফুলে-
কোঁচড় ভরিয়ে কুড়োনোর পরও
রয়ে যায় বহু ফুল,
তারা তো নীরবে, নিভৃতে কাঁদে।
ভরা চৈত্রের প্রখর রোদে
মেঘের সাঁকোটা ভাঙ্গে আর গড়ে,
ক্ষণকালের ঝরে যাওয়া
বৃষ্টি থেকে এক আঁজলা
জল নিয়ে
পাপিয়ার মনে কত যে সুখ!
বুনো ঝর্ণার জলে ভাসে
কত বিবর্ণ ঝরাপাতা,
সাথে ভাসে
কার যে গোপন অভিসারের
আকাঙ্ক্ষা-
না জানি কিসের আশায়
দিন কাটে
পাশে বেড়ে ওঠা, লজ্জাবতী লতার।
সেই সে ফাগুনে,
কে যেনো ঠিকই এসেছিলো
রঙিন শাড়ির আঁচল উড়িয়ে
বুনো ঝর্ণার নুড়িগুলো কুড়িয়ে-
তারপর......
তারপর,
আর কিছুই নেই মনে।
No comments:
Post a Comment