Thursday, May 12, 2022

 

বেদনার অনল
হাকিকুর রহমান 
 
পেরিয়ে যাওয়া পথটা রয় পড়ে
কোন সে অবাক করা শিল্পীর
অঙ্কিত নিয়মে-
কারও বা পায়ের ছাপ রয়ে যায়
কারও বা হৃদয়ের ক্ষতচিহ্ন লুকিয়ে থাকে-
দিবসের জানালা ভেঙে
তবুও জাগে রোদ্রকরোজ্জ্বল সূর্যটা।
কার চিন্তিত বাঁশি ডাক দিয়ে যায়
কেইবা হাতছানি দেয় অগোচরে থেকে-
তবুও পেরিয়ে যাওয়া পথটা
রয়ে যায় সাক্ষী হয়ে
পাওয়া- না- পাওয়ার মাঝে
কার অনবদ্য আহবানে।
হৃদয়ের সিঞ্চিত মেঘের চূড়ায়
কার যে আদিবাস-
পাহাড় গুলোকে অতিক্রম করে গেছে
কবে জানি,
কোন সে অনিশ্চিত নিয়মের মাঝে থেকে।
অনুভূতির আরতি বুকে নিয়ে
তবুও পথটা জাগে
কার আগমনীর অপেক্ষায়
কোন সে স্বপন রাতের অভিসারে।
চেনা- অচেনার প্রাচীর ভেঙে
চৌচির হয়
খ্যাপাটে সময়ের সীমারেখায়।
তথাপি কে যেনো তৈরি করে যায়
কার স্মৃতিসৌধ সেখানে।
বেদনার অনলে জ্বলেই কি তবে হবে শেষ?!

No comments:

Post a Comment