পানসি নাও
হাকিকুর রহমান
জোয়ারের জলে, কে ভাসালো
অসময়ে, ওই পানসি নাও-
ছৈটা তো তার কবেই ভেঙেছে
তাইতো লাগেনা ছেঁড়া পালে
বয়ে যাওয়া দখিনা বাও।
কপালের ফেরে, বৈঠাটি
আবার, গিয়েছে কবে
পড়ে জলে-
তাইতো ওপারে আর
যাওয়া তো হলো না
অমোঘ নিয়তির ছলে।
ভাঙ্গা বৈঠা নিয়ে তবু
মাঝী, জোয়ারের স্রোতে ভাসে-
খড়ো রজ্জুর সাথে
দাঁড়খানি বেঁধে
বয়ে যায় কোন আশে।
No comments:
Post a Comment