সহমরণ
হাকিকুর রহমান
উন্মত্ত আকাঙ্ক্ষার দেয়ালে
কে যেনো এঁকে যায়
আগোছালো তুলির ছোঁয়া দিয়ে-
আক্ষরিক অর্থে হয়তোবা
তার কোনো দাম নেই
বোঝাবেই বা কারে
কোন সে মনোবাঞ্ছা নিয়ে।
সময়ের অগ্রদূত হবার প্রচেষ্টা
করেছিলো বেশ
হৃদয়ের চত্বরে ঘুরে ঘুরে-
সে এক অন্তহীন বৃত্ত
আর তার পরিধি ক্রমবর্ধমান
ফলে সব আকাঙ্ক্ষা যায় ভেঙেচুরে।
তবুও অব্যক্ত চিত্তে
অবকাশহারা রুঢ় ব্যথাগুলো
নিয়েই অগ্রগমন-
কেউ কি জেনেছে
কোথায় যে কার পরিসমাপ্তি,
আর সেই যন্ত্রণা নিয়ে
নিয়তির বলিরেখার সাথেই
হয় কি’বা সহমরণ?
No comments:
Post a Comment