Thursday, May 12, 2022

 

অকাল গ্রীষ্ম
হাকিকুর রহমান
তপ্ত দিনের জ্বালা বাষ্প
বুদবুদ করে
ইচ্ছের দেয়ালে-
শিওরে কাঁপে স্বপ্নগুলো
অবিরামভাবে
কোন সে খেয়ালে।
রোদ্রহরা মেঘে ধরণীটাতে
একটুখানি
শীতলতা আনে-
আবার কোন দুর্বৃত্ত ঝড়ো হাওয়া
নিষ্ঠুর ভাবে
প্রকৃতিতে আঘাত হানে।
বিকেলের আকাশটা মনে হয়
কোন বিচলিত
শিল্পীর আগোছালো ক্যানভাস-
ছায়াবিথী ঘিরে ধূসর বাতাসেরা
খেলা করে, এটা কি
প্রকৃতির কোনও পরিহাস।
সকরুণ চোখে বিহগী চায়
আকাশের পানে
কিইবা আর চাওয়ার আছে-
ধরা দেয়নাতো সুরভিত পুষ্প মন্ডলী
এই অকাল গ্রীষ্মে
আর ভ্রমরের কাছে।

No comments:

Post a Comment