Thursday, May 12, 2022

 

মর্মের বাণী
হাকিকুর রহমান
এই আসা-যাওয়ার পথের ওপরে
পড়েছিলো যবে রৌদ্রস্নাত কায়ার ছায়া-
দিবসের প্রখর আহবানে
বেড়েছিলো কার তরে যেন মায়া।
দূরের তারারা ডেকেছিলো
বোধহয় হাতছানি দিয়ে-
আর হেঁটে ফিরেছিলো কোন অচেনা পথিক
তার শীর্ণ দেহখানি নিয়ে।
বেজেছিলো কোন সুরে
কোন বৈরাগীর ছেঁড়া তারের একতারা-
অচেনা পথিক, তবু হেঁটেছিলো সেই পথে
হয়নি তখনও পথ হারা।
জ্বেলেছিলো নিভৃত চয়নে
কোন গৃহকোণে, সন্ধ্যার দীপালোক-
ডেকে ফিরেছিলো, কে যেনো কাহারে
পথপানে চেয়ে, ভরেছিলো ভেজাচোখ।
ভাবের আবেগে, ভাঙেনিকো ঘুম
কোনও এক অভাগীনীর যেনো কবে-
নৈবদ্যের থালিটা হাতে নিয়ে
ঘোরে কোন পূজারী, কুহেলিকা ভরা এই ভবে।
আশার প্রাসাদ পড়েছে যে ভেঙে
তাহা আর গড়িবার সময় যে নাই-
সঘন রাত্রি কি কভু শোনাবে তার
মর্মের বাণী, শুধুই কেঁদে ফিরে তাই।

No comments:

Post a Comment