ধাবমান তীরটাকে শুধালাম, তা হঠাৎ করে থামলে কেনো?
সে হতভম্ব হয়ে উত্তর দিলো, জানিনাতো! হয়তোবা কেউ ধনুকে অসময়ে টান দিয়ে দিয়েছিলো, কিম্বা, হয়তোবা লক্ষবস্তু নির্ধারন করা হয়নি।
আমি ফের কইলাম, তাই বলে অমন করে ছুটতে হবে?
সে নিরূপায় হয়ে কইলো, সবাইইতো ছুটছে, তাহলে আমিই বা ছুটবো না কেনো?
- লক্ষহীন যাত্রা কখনও সুফল বয়ে আনেনা।
- হাকিকুর রহমান
No comments:
Post a Comment