Thursday, May 12, 2022

 

দুর্ভেদ্য প্রহর
হাকিকুর রহমান 
 
তাবৎ- অপ্রকাশিত, অমীমাংসিত দুঃখগুলোকে
সাথে করে, আত্মার সাথে গভীরতম
কথোপকথন-
বিধ্বংসী আকাশের কোলে মেঘেরা
তবুও ভাসে, এ যেনো কোন অভাগার নিয়তির
প্রতিফলন।
মনের তাকে সাজানো রয়েছে যদিও
অনেক আবেশে, কার সে বিলাসী
ফুলশয্যা-
কোন সে ছলে জ্বলে যায়
কার আত্মা, তবু সাড়া নেই, এ যেনো
কিসের লজ্জা।
সাঁঝের মায়াবী আঁচলে কার স্মৃতিগুলো
আগলে রেখে, বর্ধিত করা হয়
কোন সে সৃষ্টি-
নীলিমার নীলে ভেসে ওঠে কার মুখছবি
অজানা বিস্ময়ে, আর তাতে বাঁধা পড়ে রয়
কার অন্তর্দৃষ্টি।
মনের মুকুরে রাঙালো যে কোন ফাগুন
অতিশয় নীরবে, যার পদধ্বনি কখনও
যায়নি শোনা-
কোন সুখের বিশ্বাসে ভর করে
জীবনটা চলে, যদিও দুর্ভেদ্য প্রহরগুলোকে
যায়না গোনা।

No comments:

Post a Comment