অচেনা প্রতিবিম্ব
হাকিকুর রহমান
একটা ভিন্ন ধারার কড়ানাড়ার
শব্দ শুনতে পেলাম!
ওটাতো হৃদয়ের ঠিক মাঝখানে নাড়া দিলো,
কি যেনো না করা কিছু সমাপ্ত করার
জন্যে তাড়া দিলো-
প্রহরগুলো থেকে প্রায় জোর করেই
কিছু সময় কেড়ে নিলো,
দুয়ারে দাঁড়াতেই
হাতছানি দিয়ে কাছে ডেকে নিলো।
দেখেই যখন ফেলেছে,
কইতে তো আর পারি না
যে, আমি বাড়িতে নেই-
আর আমিও সাড়া না দিয়ে পারিনি
যদিওবা তার অদৃশ্য হাত দু’খানা দিয়ে
কড়া নেড়ে গেছে, নীরবেই।
হ্যা, তার কড়া নাড়ার ধ্বনি
মর্মে মর্মে প্রবেশ করেছে অনায়াসে-
আর তার সে আহবানে
কোন সে চঞ্চলতা দেখি চারপাশে।
আর সেটা উপেক্ষা করার
কোনো ক্ষমতা তো আমার নেই-
তাইতো, পথে নেমেছি
আজিকে তার সাথেই।
এ যেনো,
আমারই কোন এক কালের
অচেনা প্রতিবিম্ব।
No comments:
Post a Comment