সফলতা বনাম ব্যর্থতাঃ
কোনো একটা পথ ধরে কাউকে কাউকে দেখা যায় জীবনের সফলতার পরম শীর্ষে উন্নত হয়, আবার সেই একই পথ ধরে কাউকে কাউকে দেখা যায় জীবনের ব্যর্থতার চরম রসাতলে পতিত হয়।
এক্ষেত্রে বহু উদাহরণ টানা যেতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। যেমন, অনেক কলেজ ড্রপ আউট কে দেখা যাচ্ছে বিশ্বের সেরা ধনী হতে, আর অনেক কলেজ টপার কে দেখা যাচ্ছে জীবনের ঘানি টানতে গলদগর্ম।
অনেকেই অনেক মতামত দিতে পারেন। তবে, এক্ষেত্রে আমার মত হচ্ছে, ব্যর্থতা হোক আর সফলতা হোক, এটা সম্পূর্ণ রূপে নির্ভর করছে নিয়তির উপরে। এখানে কর্মফল বলে কিছু নেই। আমি অন্ততঃ তাতে বিশ্বাস করিনা। আর এর উপর কারও কোনো হাত নেই। সবাই ভালো থাকবেন।
No comments:
Post a Comment