পথটা নেইকো স্মরণে
হাকিকুর রহমান
তমসা ঘেরা আকাশ
ভাবনায় ঘেরা হৃদয়খানা-
ভাবের ওপরে কার মন ছুটে
নেই তা তো আর জানা।
বুড়ো অশথের শাখে
বিহগী কি সুরে গায়-
একা পথে হাঁটা পথিক
হারায়ে কি কিছু পায়?
ভূমির ওপরে জমেছে ঘাস
কেইবা আর করে পরিষ্কার-
চাতকীর প্রেমে চাতক ভজেছে
নইলে হবে সে যে বহিষ্কার।
মনের অগোচরে রইলো পড়ে
কার হারিয়ে যাওয়া মন-
তমসা ঘেরা রাত্তির জুড়ে
জেগে রয় সারাক্ষণ।
শ্রাবণের ধারা ঝরে
হৃদয় নদীর ওপারে-
তাতেই ছুটেছে জোয়ার
কেইবা বোঝে কি তারে।
পিঠের ওপরে পড়েছে ভার
বইবো এবার কেমনে-
মাটি-কাদায় জমেছে চরণ
পথটা আর নেইকো স্মরণে।
No comments:
Post a Comment