Thursday, May 12, 2022

 

স্মৃতিহীন পথ
হাকিকুর রহমান
উদ্ধত বেগে, গ্রাস করে নিলো
দিবসের আলো
ছন্নছাড়া সন্ধ্যা-
উন্মুখ হয়ে, তাই চেয়ে রয়
কি যে কথা কয়
রাত্রিতো সে মাকাল বন্ধ্যা।
সহচরী প্রেম, যেনো নেশা করে
হয়ে ভবঘুরে
কেড়ে নিলো যত ইচ্ছে-
সহযোগী আশা, খুঁজে ফেরে তবু
ভোলেনাকো কভু
তাইতো জানান দিচ্ছে।
বেদনার সাথী, কেনো একা হাঁটে
মননের বাটে
খেলা করে যায় অবিরাম-
বেহিসেবি খাতা, সেতো খালি রয়
কিছু নাহি কয়
তবু নেই তার কোনো বিশ্রাম।
শিওরের বাতি, জ্বলে নিভু নিভু
বলে যায় তবু
নীরবে নিজের কথাগুলো-
শিথিল শয্যা, খালি রয়ে যায়
কি’বা খুঁজে পায়
স্মৃতিহীন পথে বাড়ে ধুলো।

No comments:

Post a Comment