শেষ রাতে লেখা চিরকুট
হাকিকুর রহমান
কে যেনো কার কাছে কবে জানি
লিখেছিলো একখানি চিরকুট-
শব্দেরা গিয়েছিলো হারিয়ে
আর তাই খেলেনিকো হৃদয়ের পুট।
এটা মনে হয় আজ হ’তে
বহু বছরের ব্যবধান-
সময়ের ধারাপাত, তা তো বহু আগেই
গিয়েছে হারিয়ে
তাই কথাগুলো রয়ে গেলো নিষ্প্রাণ।
সেটাই কি ছিলো, তার কাছে পাঠানো
প্রথম কোনও নীল খাম-
ভুল করে ঠিকানাটা লেখা হয়নিকো
আর অশ্রুজলেই গিয়েছিলো ভিজে
অস্পষ্ট করে লেখা নাম।
যদিও অনেক যত্ন করে, রাত জেগে
হয়েছিলো চিরকুটখানি লেখা-
আর এটাই ছিলো, তার সাথে
এই ইহজনমের শেষ দেখা।
তবে এতদিনে নেই মনে
কি যে লেখা ছিলো তাতে-
অনেক শব্দ জোড়া দেবার ইচ্ছা নিয়েও
খুঁজে খুঁজে, মাত্র ক’জোড়া
শব্দ লেখা হয়েছিলো শেষ রাতে।
মনে হয় শেষ অবধি
চিরকুট খানা পৌঁছেনি
সেই ঠিকানায়-
আর তাই, সেই না বলা কথাগুলো
হৃদয়ের ঠিক মাঝখানে
বারে বারে জানান দিয়ে যায়।
No comments:
Post a Comment