Thursday, June 16, 2022

 

অপরিচিত মুখ
হাকিকুর রহমান 
 
একটা বিশ্বস্ত আকাশ
হাতড়িয়ে ফিরছিলাম
ক্ষণিকের তরে হলেও-
যেখানে কোনও অভিনয় নেই,
যেখানে আদিগন্ত বিস্তৃত রইবে
ইচ্ছের প্রান্তর,
রইবেনা কোনও সীমানা প্রাচীর।
পরোতে পরোতে উপলব্ধি হবে
এ যেনো এক
পরিচিত বিশ্ব-
আর সেখানে অমলিন শিখা
জ্বলে যাবে
উজ্জ্বলতর হযে
মননের উপাখ্যানে।
অনন্ত রূপে বিন্যস্ত থাকুক
চিন্তা-চেতনা
অবিন্যস্ত ধারনার উঠোন জুড়ে-
সকল ইন্দ্রিয় এক হয়ে
করে যাক অনুধাবন,
এ যেনো নিশানা খোয়ানো
এক ঝাঁক পরিযায়ী পাখি।
সোনালি রোদের প্লাবনে
ভেসে যায়
অনাবিল বসন্ত উৎসব-
সময়ের জানালা গলে
তবুও উঁকি দেয়
অপরিচিত হওয়া
কোন একখানা মুখ।

No comments:

Post a Comment