Thursday, June 16, 2022

 

নিস্তব্ধতার বিষপান
হাকিকুর রহমান 
 
হতে থাক না অন্ধকারের বেড়ীটা
আরও সংকীর্ণ হতে সংকীর্ণতর-
কে আছো, টানো ওর
বেড়ীর সুতোটাকে আরও,
আমি অন্ধকারের বেড়ীর
চাঁদোয়াটাকে ছিঁড়েখুঁড়ে
বেরিয়ে যেতে চাই,
পেতে চাই আরও আলোক
আরও উজ্জ্বলতর।
নিঃশব্দ প্রেমিকের অভিনয় করে
সকল ছলা-কলা তো
রপ্ত করার প্রচেষ্টায়
রত ছিলাম-
স্বপ্নের শিয়রে বসে
অতিকায় ভাবনারাশিকে সাথী করে
এই ক্ষণে, যাই ভেবে
কিইবা চেয়েছি
আর কিইবা আজিকে
হাত দু’টো পেতে নিলাম।
পুড়ে খাক্ হওয়া
ধুলো-ছাই গায়ে মেখে
আবারও তো
প্রচেষ্টারত রই, স্বপ্নগুলোকে দেখার-
কোনও এক বুহ্যের ভেতরে
লুকিয়ে থেকে,
নিস্তব্ধতার বিষপান করে
জ্ঞান-অজ্ঞানের মাঝে
হয়ে যাই একাকার।

No comments:

Post a Comment