Thursday, June 16, 2022

 

নৈঃশব্দকে খুঁজে ফেরা
হাকিকুর রহমান 
 
একটুখানি নীরবতা খুঁজতে চেয়েছিলাম-
ওর ওই নৈঃশব্দকে
ছুঁয়ে দেখার খুব ইচ্ছে ছিলো,
ইচ্ছে ছিলো, ওর স্তব্ধতাকে
সাথী করে
কাটিয়ে দেবো কিছুকাল।
কিছুকাল, কেনো?
কিছু যুগও তো হতে পারে,
অন্য কোনও সরবতা তো
অদ্যাবধি খুঁজে পাইনিকো-
যা কিনা
হৃদয়ের অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে
একটু স্পন্দন যোগাবে।
কোনো এক সলাজ কুমারী
অবশ্য এসেছিলো
এই পথে-
তা ভুল করেও হতে পারে,
কিংবা হয়তোবা ছিলো তা
কিছুকালের ছলনা।
কিছু প্রহরের নীরবতা ভেঙেছিলো
বটে,
তবে তা ভর করেছিলো তার
তর্জনীর ডগায়-
আর কখন ফস্কে গিয়ে
নীরবতা সশব্দে গেল ভেঙে।
এখন তাই,
অন্যরকম মন নিয়ে
ফের সেই নৈঃশব্দকেই খুঁজে ফিরি।

No comments:

Post a Comment