স্মৃতির পটে
হাকিকুর রহমান
ওহে, শালপিয়ালের বন
ওহে, কাশফুলের সারি
ওহে, অশ্বত্থ পাকুড়ের ছায়া
ওহে, শুনশান গাঙের ঘাট-
যদিও ছেড়েছি বহুদিন হলো, গাঁ
তবে ছাড়িনিকো তোমাদেরে
মনের গভীর থেকে।
ওহে, কার্তিকে ফোটা শাপলা
ওহে, ফাগুনে ফোটা কৃষ্ণচূড়া
ওহে, আশ্বিনে ঝরা আম্রমুকুল
ওহে, চৈত্রের দুপুরের ঘুঘু-
যদিও ছেড়েছি বহুদিন হলো, গাঁ
তথাপি ছাড়িনিকো তোমাদেরে
মনের গভীর হ’তে।
ওহে, শিশির ভেজা সকাল
ওহে, বুড়িগাঙের বাঁক
ওহে, ভাঙাচোরা সাঁকো
ওহে, ধুলোভরা মেঠোপথ-
যদিও ছেড়েছি বহুদিন হলো, গাঁ
তবুও ছাড়িনিকো তোমাদেরে
মনের গভীরে রেখে।
আজিকে তো তাই
মনে করে যাই,
ফিরে কি পাবো আর
ওই সেই হারিয়ে যাওয়া দিনগুলি-
বলে দাও
ওহে, পিয়ালের বন
কি করে আজিকে তাদেরে ভুলি।
No comments:
Post a Comment