Thursday, June 16, 2022

 

শেষ গোধূলির আলো
হাকিকুর রহমান 
 
বগীছাড়া প্রতিটা ট্রেনের সাথেই
আমার সুতো ছেঁড়া ইচ্ছেগুলো
ছুটে বেরিয়ে যাবার চেষ্টা করে-
চেষ্টা করে ওর আত্মাটার সাথে
একাত্মতা ঘোষণা করে
আর ফিরবেনা,
কোনো ইচ্ছের দেশে।
সময়ে-অসময়ে বেগতিক দেখে
তাই, ইচ্ছেগুলোকে
সিন্দুকের ভেতরে বেঁধে রাখা-
তা, বাতির দোকানে যতই না জ্বলুক
ঝাড়বাতির ঝলক,
নিজের আত্মাটাকে তো
সারাক্ষণ খুঁজেই সারা।
নষ্ট আলোর মাঝেই, মাঝে মাঝে
নিজেকে করে যাওয়া
আবিষ্কার-
দোল ছাড়া কোন দুলুনিতে
দুলে দুলেই
অকর্মণ্য ইচ্ছেগুলোর ভিড়ে
লুকিয়ে থাকার প্রচেষ্টা।
ইচ্ছের বিরুদ্ধে হলেও
হঠাৎ করে কর্মযজ্ঞ
দেখানোর নিমিত্তে
প্রাণপণ প্রচেষ্টা-
কারই বা ইঙ্গিতে
এই শেষ গোধূলির আলোকে
ফের নিলিপ্ত পদচারণ?

No comments:

Post a Comment