Thursday, June 16, 2022

 

শেষ হাঁটা
হাকিকুর রহমান 
 
ব্যর্থ প্রেমের বিন্যাসে-
কার কিইবা যায় আসে।
দুঃখটাতো আমারই ছিলো-
তা নতুন করে দেখার
কেই বা আছে,
কেইবা এলো, আর
কেইবা গেলো।
স্বস্তির প্রহরটা
না জানি কি
অদৃশ্য আলোয়ানে মোড়া-
ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলোকে
যতই আঁঠা লাগাই না কেনো
দেয়া যায়না তো তা জোড়া।
তৃপ্তির ঢেঁকুরটাকে
বুকের মধ্যে চেপে রেখেই
করে যাওয়া
আড়ম্বরহীন উদযাপন-
বর্ষিয়ান হ’বার আলোকে
কারই বা দিনলিপির হিসেব রাখা,
আর কারই বা অনুসন্ধিৎসুতায়
দিয়ে যাওয়া প্রজ্ঞাপন।
“তবে মাটির নিচেই তো
শেষ হাঁটাটা,
যদিওবা অবশ্য সেটা নিজের হাঁটা নয়।“

No comments:

Post a Comment