প্রবাসী বসন্ত
হাকিকুর রহমান
বসন্ত কি প্রবাসে গেলো?
সাথে করে গেলো কি
শ্রাবণ-
দুর্বোধ্য মেঘের আর্তনাদ শুনি
যদিও
আঁখিতেই ভর করে
অসময়ের প্লাবন।
ক’টা মাসেরই তো ব্যবধান,
শরৎ সেতো আসবেই
ফিরে-
যাবো হারিয়ে
ওর শিশির ভেজা ভোরে
পুরো কাশবনটাকে
ঘিরে।
মজ্জাগত শীতই হোক-
ওষ্ঠাগত গ্রীস্মই হোক-
কেনো যে কোন সে
অস্থিরতা রোগে
সারাক্ষণ ভুগি-
তা, প্রাক্তন প্রেমিক সেজেই হোক-
উপাধিহীন স্বয়ম্বর সেজেই হোক-
জীবনের সরোবরে
রইলাম তো হয়ে
চিররুগী।
No comments:
Post a Comment