Thursday, June 16, 2022

 

অনিচ্ছার স্রোত
হাকিকুর রহমান 
 
সুন্দরের মাঝে অসুন্দর রয় যে ঢেঁকে-
ওদিকে ইচ্ছেগুলো
পুনর্বাসিত হবার প্রাক্কালে
যায় যে কারে যেনো ডেকে।
হতচ্ছাড়া ইচ্ছের বেদীটা
ঘণ আঁধারেই রয় যে ঘিরে-
কোন আশার গুড়ে
কে যে কবে ছাঁই মেশালো
আর তাই বসে থাকা
রুদ্ধ নদীর তীরে।
সময়ের অনুকূলে থেকেও
খরচের খাতাটাকে
হিজিবিজি দিয়েই ভরিয়ে রাখা-
এযাবৎ কালের
লগ্নি বিছানো পথেই তো
কর্মচাঞ্চল্যহীন ভাবে থাকা।
পার হবার আগেই
পারানের কড়িটা
গাঁট থেকে গিয়েছে খুঁয়ে-
ওপারে যাবার সুখস্বপ্নটা তাই
অতিশয় নীরবে
অনিচ্ছার স্রোতে গেছে ধুঁয়ে।

No comments:

Post a Comment