শব্দহীন শব্দ
হাকিকুর রহমান
তোমার ভেতরের শব্দগুলো
আমার হৃদয়ের অভ্যন্তরে লুকোনো নিঃশব্দগুলো
আকাশের নীরবতা
বাতাসের উৎসুক মুখরতা
হেমন্তের ঝরা পাতার কান্না
ভেঙ্গে যাওয়া স্বপ্নের উৎকন্ঠিত প্রহর
ভীরু অতীতের ব্যগ্রতা
অসমাপ্ত ভবিষ্যতের চিত্রাঙ্কন
কার প্রতি অযথা প্রীতি
কার যে পরিতুষ্টির হাসি-
অনুরোধ রইলো
আমার শব্দহীন শব্দগুলোকে
মাটিতে লুটোতে দিওনা।
No comments:
Post a Comment