Thursday, June 16, 2022

 

শব্দহীন শব্দ
হাকিকুর রহমান
 
তোমার ভেতরের শব্দগুলো
আমার হৃদয়ের অভ্যন্তরে লুকোনো নিঃশব্দগুলো
আকাশের নীরবতা
বাতাসের উৎসুক মুখরতা
হেমন্তের ঝরা পাতার কান্না
ভেঙ্গে যাওয়া স্বপ্নের উৎকন্ঠিত প্রহর
ভীরু অতীতের ব্যগ্রতা
অসমাপ্ত ভবিষ্যতের চিত্রাঙ্কন
কার প্রতি অযথা প্রীতি
কার যে পরিতুষ্টির হাসি-
অনুরোধ রইলো
আমার শব্দহীন শব্দগুলোকে
মাটিতে লুটোতে দিওনা।

No comments:

Post a Comment