Thursday, June 16, 2022

 

নিরোর বাঁশি
হাকিকুর রহমান 
 
বাঁশিটাকে ফের আমার হাতে দাও,
শেষ বারের মতন ওটাকে বাজাতে চাই-
নিরোর বাঁশির মতো নয়,
ওটাকে বাজিয়ে অর্থ জাগ্রত আত্মাগুলোকে
একটুখানি নাড়া দিয়ে যাই।
যাকনা বীণার তারগুলো ছিঁড়ে,
ওহে সুর তুমি ভর করো তাতে-
আর, আমি ওর ছেঁড়া তারগুলো
দিয়েই সুর তুলে যাবো
অগনিত ঘুমন্ত আত্মার ভীড়ে।
চাঁদের আলোটা হয়তোবা হয়েছে ম্রিয়মান,
তাকেই বা আজি কেনো শুধু দোষী-
ওকে নিয়ে তো ছলা কলার,
ফিরিস্তি দিতে পারদর্শী সবে
কেইবা বোঝে তার অন্তর্নিহিত অনুপ্রাণ।
অনেক সাধের একতারাটা
বহু আগেই তো ফেলেছি হারিয়ে-
সময়ের কষাঘাতে জীবন ক্ষয়েছে
তবুওতো আজি ভাঙ্গনের তীরে
রয়েছিতো উদ্ধত দুইবাহু বাড়িয়ে।

No comments:

Post a Comment