Thursday, June 16, 2022

 

শর্তহীন সকাল
হাকিকুর রহমান 
 
শিরীষের পাতাগুলো, হঠাৎ বয়ে যাওয়া
এক দমকা হাওয়ায়
একটু নড়েচড়ে উঠলো-
জেলেনী তার সোয়ামীকে জাগিয়ে দিলো
পূর্বরাগের আগেই
সাগরের কোলে জাল বইতে হবে
ভাটির কথাটা মনে রেখে।
পসরা সাজানো মেঘগুলো
পাহাড়টার মসৃন চূড়াটাকে
ছুঁয়ে ছুঁয়ে কোথায় যে
উধাও হলো
কোন সে বিবাগীর মতন-
অভিমানী লজ্জাবতী, তখনও আঁখি মেলেনি
ও মান করেছে,
আজকে একটু দেরি করে উঠবে,
কারণ, আজ ক’দিন শেষ রাতের
শিশির পড়েনি তার ‘পরে ঠিক মতন।
মিনারের ডাক শোনা যায়,
আর তাই প্রার্থনার জল গড়িয়ে
অবিনশ্বরের পদ তলে
লুটায় সকলে শর্তহীনভাবে-
শুধু ফুটপাতে শুয়ে থাকা
পাগলী মেয়েটা
আড়া মোড়া ছেড়ে আবার
পিঠ ফিরে শোয়।
ওর কাছে কালকেও যেদিন
আজকেও সেই দিন-
আর, ওই ছেঁড়া আঁচলে
কেইবা আছে
একটুখানি খাবার বেঁধে দেবে
কোনও এক
শর্তহীন সকালে?
(লেখাটার শেষ প্যারাটা Gangubai Kathiawadiকে উৎসর্গ করলাম। কবিতার শেষের লাইনটা একটু বদলে দিয়েছি।)

No comments:

Post a Comment