Thursday, June 16, 2022

 

চিন্তার পরিসমাপ্তি
হাকিকুর রহমান 
 
ছায়ার পিছনে পড়ে থাকে পরছায়া-
কেনই বা জীবনের অনুভূতিগুলো
বাড়ায় অযথা মায়া।
উপসর্গহীন যাত্রাবিরতিতে
থাকে কি থেমে এই জীবন-
সময়ের আনুগত্য মেনেই তো
সবাইকে চলা,
অন্যথায়-
অগ্রাহ্য হবে সব আবেদন।
পিয়াসাগুলোকে
মোড়কে পুরে রেখে
সেই পুরানো পথেই
পদচারণা-
কারেই বা শুধাবো
গন্তব্য কোন দিকে
মেটেনাকো তাই
মনোবাসনা।
ছাতহীন সে এক ইমারত গেঁথে
তাতেই তো কতো আত্মতৃপ্তি-
ভিতের ইটগুলো খসে গেছে পড়ে
তাইতো চিন্তাগুলোরও
হয়েছে সেখানে পরিসমাপ্তি।

No comments:

Post a Comment