Thursday, June 16, 2022

 

নতুন সূর্যোদয়
হাকিকুর রহমান 
 
দিনের শেষে রাত্রি আসে
রাত্রির শেষে দিন-
ক্লান্তিহরা ক্ষণগুলো রয় থমকে
নয়তো কেউই স্বাধীন।
ইঁচড়ে পাঁকা চিন্তাগুলো
অসময়ে প্রকাশ কি পায়?
তবুও গলা খানা উঁচিয়ে
কে যে কি হিজিবিজি গায়।
মুক্তোর রং সাদা নাকি খাকি
এনিয়ে বহুজনে করে চলে বিতর্ক-
ধ্রুব সত্য বলে তো কিছুই নেই
আছে শুধু নানান জনের নানা তর্ক।
জীবনের রং চটা দেয়ালের ওপরে
কে যেনো বিবর্ণ চিন্তাগুলোকে শুকোয়-
জীবনের ওপারে কি অন্য জীবন?
তবে, সূর্যাস্তের ওপারেইতো নতুন সূর্যোদয়।

No comments:

Post a Comment