প্রেমহীন বৈধব্য
হাকিকুর রহমান
ওহে আকাঙ্ক্ষা!
তুমি উন্মত্ত হও-
যদিওবা প্রেমের বিষানে
কেউ বা কোথাও মাথা কুটে কুটে মরে।
বলি শোনো,
ভালোবেসে, অতিশয় মৃদুস্বরে কই,
কভুকি কাহারও হৃদয়
স্পর্শ করতে পেরেছো?
কভুকি কাহারও অন্তরে
প্রবিষ্ট হতে পেরেছো?
তবে, কেনো
দিশাহীন পথেই ঘুর্ণয়মান রহো?
ওই যে কৃপণ আকাশটা
আরও হাড়কেপ্পন হয়,
ছায়াহীন দ্বীপের ওপরে
মেঘেরা এখন আর
ভুলেও লুকোচুরি খেলে না।
কেনই বা
অজানা লজ্জার আনীল বিষে
শুধু শুধু মৃতবৎ হও!
তাই তো, বারে বারে
অবারিতভাবে, প্রকাশিতে চাও
অনাবিল ভালোবাসা-
আর ওদিকে কোন সে প্রমিক
অযথা প্রেমহীন বৈধব্য যন্ত্রণায় ভোগে।
No comments:
Post a Comment