Thursday, June 16, 2022

 

চাঁদহীন ক্ষণ
হাকিকুর রহমান 
 
নদীটা তার জল গড়িয়ে
পিলপিলিয়ে ছুটে যায়
ছুটে যায় সাগরের পানে-
সাঁঝের আগে গোধূলির রঙে
সাজে কোন প্রাণ
কি মায়ার টানে।
হঠাৎ পাশেতে তাকিয়ে দেখি
কেউ যে কোথাও নেই-
সুললিত দেহে কেউ কি এসেছিলো
শুধু কি হারাতেই।
ঝর্ণার জলে একখানা নুড়ি
সেও তো হারাতে চায়-
পুরো আকাশটাকে সাক্ষী করে
পরিযায়ী পাখিটা কি পায়।
নদীটাও তাই কবে থেকে জানি
আকাশটাকে ভালোবাসে-
নিশুতি রাতিতে তার মোহনায়
চাঁদহীন ক্ষণগুলো ভাসে।

No comments:

Post a Comment