বাতাসের দেউড়ি
হাকিকুর রহমান
বাতাসের দেউড়িটা এখন আর
আগের মতন খোলেনা,
কারণ হৃদয়ের দেউড়ির সাথে
তার কবে জানি
এক যোগসূত্রতা হয়ে গেছে।
দিগন্ত বরাবর
যতই সরলরেখাটাকে
টানিনা কেনো,
ওতো বক্ররেখাতেই
পর্যবসিত হয়।
মাটির চিবুকে
নখ দিয়ে আঁচড় কেটে
কি আর যায় কী পাওয়া
জীবনের আস্বাদ!
চুলার পাশে
আপোড়া খড়িগুলোর আর্তনাদ
যতই বৃদ্ধি পাক না কেনো
ওদের মৃত্যু তো অবশ্যম্ভাবী।
দিন-রাত্রির সংমিশ্রণের
মতোই তো
ঝর্ণা-নদী-সাগরের মিলন-
তা, ক্ষণকালের তরে
জীবনের পরিচারক হয়ে
কীসেরই বা
এতটা আক্ষেপ?
“ওই মাটিতেই তো পঁচে
পঁচে যাওয়া শরীর খানা-
ওই বাতাসেই তো ভাসে
অস্থি পোড়ার গন্ধ।“
No comments:
Post a Comment