Thursday, September 12, 2019

মাছরাঙ্গা
হাকিকুর রহমান

মাছরাঙ্গা পাখিটার ডানাদুটো
কে ভেঙ্গে দিলো?
পাখিটার উড়বার স্বাধীনতা
কে কেড়ে নিলো?
ওতো এক নিরীহ পাখি
কারো কাছে কোনো দোষ করেনি
কি কাজ করেছিলো সে
যেটা কারো মনে ধরেনি।
ওর ডানা ভেঙ্গে দেয়াটাকি
ভালো কাজ হলো?
ও উড়বে কিকরে তবে
তুমিই বলো?

No comments:

Post a Comment