দিন বদলের পালা
হাকিকুর রহমান
দিন বদলের পালা এলো
থামছে না আর সময়গুলো।
ভাবনাগুলো এলোমেলো
ছড়ায় শুধু পথের ধুলো।
সামনে দেখা একটা প্রদীপ
কথা শোনায় কানে কানে
এগিয়ে যাওয়ার মন্ত্র যোগায়
আশা জাগায় মনে প্রানে।
সামনে পিছে আছে যারা
চলার পথে দিচ্ছে তাড়া।
চাওয়া-পাওয়ার এক অনুভব
মনের মাঝে করে কলোরব।
এমনি করে জীবন কাটে
ভুবন মাঝীর নদীর ঘাটে।
No comments:
Post a Comment