Saturday, September 14, 2019


আহ্বান
হাকিকুর রহমান

হৃদয়ের প্রদীপ জ্বেলে
বসে থেকোনাকো আর
প্রানেরই আগল খুলে
হয়ে যাও বার।
হোকনা সীমানা সে বহুদুর
থাকনা ভরা জীবনটা বেদনা বিধুর
নতুনের পাখায় মেলে
মেনোনাকো হার।
পিছনের পথ থাকনা সে পড়ে
নতুন পথটাকে নাও আবার গড়ে
আঙিনার দুয়ার খুলে
তাকিওনা পিছে আর।

No comments:

Post a Comment