আহ্বান
হাকিকুর রহমান
হৃদয়ের প্রদীপ জ্বেলে
বসে থেকোনাকো আর
প্রানেরই আগল খুলে
হয়ে যাও বার।
হোকনা সীমানা সে বহুদুর
থাকনা ভরা জীবনটা বেদনা বিধুর
নতুনের পাখায় মেলে
মেনোনাকো হার।
পিছনের পথ থাকনা সে পড়ে
নতুন পথটাকে নাও আবার গড়ে
আঙিনার দুয়ার খুলে
তাকিওনা পিছে আর।
No comments:
Post a Comment