Sunday, September 22, 2019


নবান্নের ধান
হাকিকুর রহমান

সোনার ধানের ক্ষেতে
চাষী উঠে মেতে।
নবান্নেরি ধানে ভরবে গোলা
হবে সবার খাওয়া
উপরিগুলো বিক্রি করে
পুরবে সবার চাওয়া।
এমনি করেই প্রতি চাষীর
গোলা ভরা হোক
দেখে তাদের আনন্দ
ভরে যাবে চোখ।
সারা বছর চলুক তাদের
এই আনন্দেরি গান
সবার মুখের হাসি দেখে
জুড়িয়ে যাবে প্রান।

No comments:

Post a Comment