প্রার্থনা
হাকিকুর রহমান
হিয়ার মাঝে লুকিয়ে থেকে
দাওনা তুমি দেখা
পথের মাঝে পথ হারিয়ে
খুজে ফিরি একা।
একাল গেলো, ওকাল গেলো
দেখা তোমার মেলা ভার
সকাল-সাঁঝে তাকিয়ে থাকি
খুলে দিয়ে মনের দ্বার।
প্রভু আমার, স্রষ্টা আমার
জীবন গেলো চলে
কোন পথে যে রওনা দিবো
দাওনা একটু বলে।
No comments:
Post a Comment