Thursday, September 12, 2019


ফেরী ঘাটের ছেলেটি
হাকিকুর রহমান

ফেরী ঘাটে ডাব বিক্রি করে খেতো
এক ফুটফুটে বালক
কারও কথাই শুনতোনা সে
লাফিয়ে লাফিয়ে উঠতো ফেরীতে
হরেক সময় বারন করেছে তাকে
অনেক ফেরীর চালক।
ভয় কি জিনিস জানতোনা সে
যখন তখন ঝাপিয়ে পড়তো
চলন্ত ফেরীতে
চরম মূল্য দিতে হলো
একদিন তাকে
অল্পদিনের দেরীতে।
ফেরীর নীচে পড়ে বালক
হারালো তার তরতাজা সেই প্রান
রইলো পড়ে শুধু
মায়ের আহাজারী আর
বুকের শুন্যস্থান।

No comments:

Post a Comment