প্রচেষ্টা
হাকিকুর রহমান
একটা বক্ররেখা এঁকেছিলাম, কবে জানি
কোনক্রমেই তাকে আর সোজা করতে পারলাম না।
একটা বৃত্ত আঁকার চেষ্টা করেছিলাম,
তার পরিধি খুজে না পেয়ে বৃত্তটা আঁকা আর শেষ হলোনা।
একটা মুখচ্ছবি আঁকা শুরু করেছিলাম,
স্মৃতির এতই গভীরে হারিয়ে গেছে যে,
সেটা আর উপস্থিত হলোনা সামনে।
একটা পথ ধরে হাটতে চেয়েছিলাম,
পথটা এতো আঁকাবাঁকা যে,
কোন প্রান্তরে যেয়ে মিশেছে তার কিনারা খুজে পেলাম না।
একটা সুত্র তৈরী করতে চেয়েছিলাম,
কিন্তু অংকশাস্ত্রের গভীরতার কাছে হার মেনে
সুত্রটার পূর্নতা দিতে পারলাম না।
আচমকা হাওয়ার তোড়ে বেপথু হয়ে,
এখন শুধু হৃদয়ের সাথে লুকোচুরী খেলার পালা।
হাকিকুর রহমান
একটা বক্ররেখা এঁকেছিলাম, কবে জানি
কোনক্রমেই তাকে আর সোজা করতে পারলাম না।
একটা বৃত্ত আঁকার চেষ্টা করেছিলাম,
তার পরিধি খুজে না পেয়ে বৃত্তটা আঁকা আর শেষ হলোনা।
একটা মুখচ্ছবি আঁকা শুরু করেছিলাম,
স্মৃতির এতই গভীরে হারিয়ে গেছে যে,
সেটা আর উপস্থিত হলোনা সামনে।
একটা পথ ধরে হাটতে চেয়েছিলাম,
পথটা এতো আঁকাবাঁকা যে,
কোন প্রান্তরে যেয়ে মিশেছে তার কিনারা খুজে পেলাম না।
একটা সুত্র তৈরী করতে চেয়েছিলাম,
কিন্তু অংকশাস্ত্রের গভীরতার কাছে হার মেনে
সুত্রটার পূর্নতা দিতে পারলাম না।
আচমকা হাওয়ার তোড়ে বেপথু হয়ে,
এখন শুধু হৃদয়ের সাথে লুকোচুরী খেলার পালা।
No comments:
Post a Comment