Sunday, September 22, 2019


পুনশ্চ
হাকিকুর রহমান

ভোগ্যপণ্য সরবরাহকারীদেরকে বলি-
সাধারন জনগণের জন্যে প্রদত্ত সামগ্রী,
কিকরে অন্যের ঘরে তুলি?
মজুতদারদেরকে শুধাই-
ভোক্তা সাধারনকে জিম্মি করে,
কিকরে সামগ্রী অতিরিক্ত দরে বেচে খাই?
ঘুষখোর কর্মকর্তাগনকে প্রশ্ন করি-
ওপারে সবকিছুর বিচার হবে, তদুপরি
কিকরে অন্যের অর্থ অবৈধ ভাবে ধরি?
অবৈধ টোল আদায়কারীদেরকে শুনি-
জেনেশুনে অন্যের কাছ থেকে,
অন্যায়ভাবে অর্থ আদায় করে কিভাবে গুনি?
মাদক ব্যবসায়ীদের কাছে জানি-
কি উপলক্ষ্যে কোমলমতি ছেলেমেয়েদেরকে,
এই মরন ব্যাধির দিকে টানি?
তিতাসের কর্মকর্তাগনকে জিজ্ঞাসি-
দেশের সম্পদ নির্বিচারে আত্মসাত করে,
কিকরে প্রান খুলে হাসি?
বড় পুকুরিয়ার কর্মকর্তাগনকে এ প্রশ্ন রাখি-
প্রায় দেড় লক্ষ টন কয়লা গাঁয়েব করে,
জনগণের চোখকে দিতে পারবেন কি ফাঁকি?
সময় এসেছে, এসবের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবার
কেউ কি আছেন, উনাদের এতো অন্যায়ের বিচার চাহিবার!

No comments:

Post a Comment