Sunday, September 22, 2019


প্রাণের গান
হাকিকুর রহমান

ধান ভানিতে গায়যে গান, গাঁয়ের বধুরা
নাও বাইতে গায়যে গান, নায়ের মাঝিরা
ধান উঠাতে গায়যে গান, মাঠের চাষীরা
মাছ ধরিতে গায়যে গান, গাঙ্গের জেলেরা
ভোর বেলাতে গায়যে গান, ভোরের পাখিরা
মধু খেতে গায়যে গান, ফুলের ভোমোরা
ফুল তুলিতে গায়যে গান, গ্রামের মেয়েরা
জল কেলিতে গায়যে গান, পাড়ার ছেলেরা
মন জুড়ানো সেসব গান
হয়ে থাকুক অনুপ্রাণ।

No comments:

Post a Comment