Sunday, September 22, 2019


আলোর দিশা
হাকিকুর রহমান

অন্ধকারে পথ চলা তাই
আলোর দিশা খুজি
ভাবনাগুলো পিছু টানে
গতিপথ যায় অন্যখানে
তবুও চলি পায়ে পায়ে
বুঝি আর না বুঝি।
পথটাতো আর যায়না চেনা
সবই যেনো লাগে অচেনা
এপথ ওপথ ঘুরেও তবু
চলতে আমি রাজি।
এই আঁধার কাটবে কবে
আলোর দেখা পাবো তবে
পথটি পার হতেই হবে
জীবন রেখে বাজি।

No comments:

Post a Comment