Saturday, September 14, 2019


গোধুলী বেলা
হাকিকুর রহমান

গোধুলী বেলায় এই বালুচরে
নামটি আমার লিখিয়া দিলাম।।
জীবনের কোনে কোনে
যত ব্যথা যত দুখ
আনমনে নিরোজনে সবই তার খুজিয়া নিলাম।
পথে আছে যত বাঁক
দেখে আমি হতবাক
প্রতিক্ষন যায় চলে
কোন কথা না বলে
নিভৃত প্রানে মোর সব কথা গাঁথিয়া দিলাম।
হিসেবের খাতা খুলে
বসে আছি পথ ভুলে
জীবনের প্রতিটি পাতায় পাতায়
নাবলা কথাগুলো গেঁথে গেঁথে যায়
একা চলা এই পথে তবু তাই বসিয়া ছিলাম।

No comments:

Post a Comment